Skip to main content

Posts

Showing posts from June, 2020

আপনার পাসওয়ার্ড কতটা শক্তিশালী এবং কিভাবে আপনার পাসওয়ার্ড আরও শক্তিশালী করবেন??

আমরা সবাই আমাদের কম্পিউটারে, মেইলে, ফেইসবুকে, ব্যাংক একাউন্টে ইত্যাদি স্থানে বিভিন্ন পাসওয়ার্ড ব্যাবহার করে থাকি, আমরা কি জানি যে আমাদের দেয়া পাসওয়ার্ডটা কতটা শক্তিশালী, এটা কি আমার একাউন্ট গুলিকে সুরক্ষা ঠিক ভাবে দিতে পারবে ? তাহলে আসুন আমরা যেনে নিই খুব সহজ ভাবে আমাদের দেয়া পাসওয়ার্ড গুলি কেমন শক্তিশালী। ১. পাসওয়ার্ডটি কমপক্ষে  8 – 12  অক্ষরবিশিষ্ট হওয়া উচিত। এটাকে শক্তিশালী করার জন্য বড় হাতের এবং ছোট হাতের অক্ষর মিশিয়ে দিন এবং ভিতরে অন্তত একটা  ! ” ? $ % ^ & )  *   এ জাতীয় বিশেষ বর্ণ ব্যবহার করুন। ২. পাসওয়ার্ড দিয়ার সময় স্পেস ব্যাবহার করতে পারেন !!! অনেকেই হয়তো জানেন না :P :P :P যেমন =154545 5*&&^45 এইরকম কিছু ব্যাবহার করতে পারেন !!!!! তাহলে কি লগার এই স্পেসটা বুজতে পারে না !!!! ৩. আপনার পাসওয়ার্ড কতটুকু শক্তিশালী তা জানতে  এখানে ক্লিক করতে পারেন   এখানে গিয়ে আপনি Test Your Password এ আপনার যে কোন পাসওয়ার্ড লিখে দেখতে পারেন কোনটা কতটা শক্তিশালী, এখানে ভয় পাওয়ার কিছু নাই, কারন এখানে শুধু আপনার দেয়া অক্ষর গুলি পাসওয়ার্ড হিসেবে কতটা শক্তিশালী সেটাই দেখাবে… !!!! ৪.   ইংরেজি

খুব সহজে বানিয়ে ফেলুন বুটেবল পেনড্রাইভ!

আমরা সাধারণত অনেক সময় ISO নামক একটি ফাইল দেখি যা কিনা বুটেবল ডিস্ক থেকে ইন্সটল করতে হয় যেমন গেমস , অপারেটিং সিস্টেম, লিনাক্স , উইন্ডোজ ইত্যাদি । তা আসুন দেখি নি কিভাবে একটি সফটওয়্যার দিয়ে বুটেবল পেনড্রাইভ! বানাবেন! যার ফলে আপনার নতুন করে কোন ডিভিডি সিডি BURN করতে হবে না ! সফটওয়্যারটির নাম Rufus ফ্রি সফটওয়্যার ইজিলি কাজ করা যাবে! >> Download << ডাউনলোড করার পর নামিয়ে ইন্সটল করুন তারপর একটি পেনড্রাইভ প্রবেশ করান মিনিমাম ৮ GB হলে ভালো তবে ৪ জিবি শুধু মাত্র ৩২ বিট উইন্ডোজ সেটআপ জন্য । ৬৪ বিটের জন্য নিম্মে ৮ জিবি হতে হবে । এইরকম একটি বোর্ড আসবে তারপর আপনাকে যা করতে হবে । স্টার্ট ক্লিক করার সাথে সাথে পেনড্রাইভ বুট হয়ে যাবে ! আর ISO Image ক্লিক করে আইএসও (ISO) ফাইলটি সিলেক্ট করুন। তারপর ২০ - ৩০ মিনিট সময় লাগবে । আপনার পেনড্রাইভ ফরমেট হয়ে যাবে আর তাই পেনড্রাইভে কোন ফাইল রাখবেন না । তারপর এক সময় বুট করা শেষ হলে ব্যবহার করুন এই ভাবেই যে কোন ISO ফাইল কে !