
দৃশ্যঃ ১
- টঙ দোকান
- বাকের ভাই , মজনু , বজলু
বজলুঃ কি সুন্দর সকাল তাই না বাকের ভাই!
বাকের ভাইঃ কিছু বলবে না! হেলান দিয়ে বসে থাকবে! আকাশ দেখবে!
মজনুঃ বাকের ভাই বিড়ি খাইবেন ?
বজলুঃ মজনু তোমারে না বলছি সিগেরেট রে কখনো বিড়ি বলবা না!
মজনুঃ ভুল হয়ে গেছে ভাই! আর ভুল হইব না! বাকের ভাই সিগেরেট দিমু একটা?
বাকের ভাইঃ না থাক! বজলু ...।
বজলুঃ জি জাকের ভাই?
বাকের ভাইঃ তোরে না বলছি আমার আসল নাম ধরে ডাকবি নাহ!
আমি হুমায়ূন আহমেদ স্যারের বাকের ভাই এর মত হতে চাই। মানুষ আমাকে পাগল ছাগল বলুক!
তাতে আমার কিচ্ছুই যায় আসে না!
বজলুঃ সরি বাকের ভাই ভুল হইয়া গেছে! কিছু কি বলবেন ?
বাকের ভাইঃ তোরা তো কেউ নাস্তা করছ নাই! এই নে ১০০ টাকা গিয়ে নাস্তা কর!
বজলুঃ বাকের ভাই আপনার জন্য কিছু কি আনমু?
বাকের ভাইঃ ২ টা কড়া কইরা পরাটা ভেজে নিয়া আয়! আর সাথে গরম মেজবান ডাল!
বজলুঃ জি আচ্ছা বাকের ভাই ...।
বজলু আর মজনু চলে যাবে ...। দোকানে বসে থাকবে বাকের ভাই ...।।
দৃশ্যঃ ২
হোটেল
মজনু , বজলু হোটেলে গরম গরম পরাটা ভাজবে । বজলু মজনু বসে পরাটা খাবে ….!
দৃশ্যঃ ৩
টঙ দোকান
মজনু , বজলু
বজলুঃ বাকের ভাই আপনার জন্য পরাটা নিয়ে আসছি!
একদম কড়া কইরা ভাইজ্জা আনছি! নেন খান! হেভি টেস্টি
বাকের ভাইঃ বাকের ভাই পরাটা আর বাজির বাটি নিয়ে ''বিসমিল্লাহ'' বলে খাবেন ।
মজনুঃ বাকের ভাই! চা দেই! চুবাই চুবাই খান! সেই রকম টেস্ট পাইবেন!
বাকের ভাইঃ তাকাবে আর বলবে ''দ্যাও''
বাকের ভাই চা দিয়ে পরাটা খাবে , বজলু মজনু বসে থাকবে ।
খাওয়া দাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে বসে থাকবে তারা তিন জন ।
হঠাৎ একটা মেয়ে রাস্তা দিয়ে হেটে যাবে!
মেয়ের সামনের শট ,
বাকের ভাইঃ বজলু!
বজলুঃ জি বাকের ভাই
বাকের ভাইঃ মেয়েটা কে রে। দেখতে অতিরিক্ত সুন্দর!
বজলুঃ জি ভাই জিজ্ঞাস করে আসতেছি। বাকের ভাইঃ অবাক হয়ে তাকাবে! ঠিক আছে ,
চড় থাপ্পড় খাসনে আবার!
বজলুঃ জি বাকের ভাই ...।
মজনুঃ দাড়িয়ে দাড়িয়ে বলবে বজলু ভাই জলদি যান! চইলা গেলো!
বজলু না গিয়ে মজনু কে পাঠালো!
মজনু সামনে গিয়ে বললো!
মজনুঃ সালাম , ম্যাম আপনি কি এলেকায় নতুন আইছেন ?
লুনাঃ হ্যাঁ । কিন্তু আপনি ?
মজনুঃ বাকের ভাই আপনার পরিচয় জানতে চাইছে ।
লুনাঃ কি বাকের ভাই ? হুমায়ন আহমেদ এর বাকের ভাই! হাহাহহা! কোথায় বাকের ভাই?
মজনুঃ ঐ যে বইসা আছে!
লুনাঃ ও আচ্ছা ইনি তোমাদের বাকের ভাই! চল গিয়ে দেখে আসি!
মজনু আর লুনা গিয়ে দাঁড়াবে । বাকের ভাই এর সামনে
বাকের ভাইঃ বজলু
বজলুঃ জি বাকের ভাই
বাকের ভাইঃ এই মেয়ে কি চায় এখানে?
লুনাঃ আপনাকে দেখতে আসছি! বাকের সাহেব!
বজলুঃ আপনাকে দেখতে আসছে বাকের ভাই!
বাকের ভাইঃ আমি কি ন্যশনাল জু এর বান্দর। আমারে দেখার কি হলো! যেতে বল!
লুনাঃ সত্যি আপনি বাকের ভাইকে ভালোই রপ্ত করেছেন! ভালো লাগলো! যাই হক আমি লুনা
নাইস টু মিট ইউ! বলেই চলে যাবে
বাকের ভাইঃ বজলু
বজলুঃ জি বাকের ভাই!
বাকের ভাইঃ মেয়েটা ইংলিশে কি বললো!
বজলুঃ আপনাকে নাইস বলছে বাকের ভাই!
বাকের ভাইঃ শুনে হাসবেন আর চশমা পড়বেন! মজনু
মজনুঃ জি বাকের ভাই
বাকের ভাইঃ তোমার মোবাইলে , হাউয়া ম্যা উরদ্যা যাইয়ে গানটা আছে?
মজনুঃ আছে মানে ভাই! অখন প্লে করুম ?
বাকের ভাইঃ হুম কর প্লে!
গান বাজবে .........। বাকের ভাই মনোযোগ দিয়ে শুনবে!
দৃশ্যঃ ৪ অফিস
লুনা , সাব্বির , কল্লোল
লুনাঃ পিসিতে বসে টাইপ করবে
সাব্বিরঃ লুনা
লুনাঃ ইয়েস স্যার
সাব্বিরঃ তুমি আজকে এই ওয়েব প্রোজেক্ট গুলো শেষ করে তারপর বাসায় যাবে
দরকার হলে আমার গাড়ি তোমাকে বাসায় দিয়ে আসবে।
লুনাঃ জি আচ্ছা স্যার ।
লুনাঃ বসে থাকবে ...। কিছুটা মন খারাপ এর ভঙ্গিমা ।
দৃশ্যঃ ৫ একটি খালি স্থানে
কাদের , ইকবাল , জাফর
কাদেরঃ কিরে কি হইলো এইডা! এত কোটি টাকার মাল! শ্যাল জাকের ওরফে বাকের ভাই! কি ভাবে পুলিশ রে ধরায় দিল! এইডা কি হইলো! হে তো আমারে রাস্তায় নামায় দিল!
ইকবালঃ হ ভাই! সাথে মতি , আর খোকন দুইজন ধরা খাইছে!
জাফরঃ চিন্তায় আছি এখন আমাগো নাম যদি বইলা দেয়!
কাদেরঃ এত্ত সোজা না! দুনিয়া! পুলিশ আমাগো কিছুই করতে পারবে নাহ! তোরা বাকের এর উপর নজর রাখ!
ইকবাল ও জাফর এক সাথে বলবে!
জি আচ্ছা কাদের ভাই!
দৃশ্য – ৬
রাস্তা বা বসার কোন স্থান
বাকের ভাই , বজলু , মজনু
বাকের ভাইঃ বজলু
বজলুঃ জি বাকের ভাই
বাকের ভাইঃ সামনে দিয়ে কে যায়!
বজলুঃ পাশের বাড়ির জাফর ।
বাকের ভাইঃ ডাক দে
বজলুঃ ঐ জাফর এই দিকে আয়!
বাকের ভাইঃ জাফর রে একটা কলা ছিঁড়া দে!
মজনু একটা একটা কলা দিবে ।
বাকের ভাইঃ তা জাফর তোমার কাদের ভাই এর ১ কোটি টাকার মাল পুলিশ আটক করছে! ঘটনা কি সত্য ?
জাফরঃ জি বাকের ভাই! ঘটনা সত্য!
বাকের ভাইঃ শুনে হলাম মর্মাহত । মজনু ওরে এক কাপ চা আইনা দে। কলা দিয়ে চুবায় চুবায় খাক!
জাফরঃ হ বাকের ভাই! কলার ভিতর চা চুবাই চুবাই খাওয়ার ভিতর সেই আনন্দ আছে! সে লেভেল এর ভাইটামিন আছে!
দৃশ্য – ৭
স্থানঃ রাস্তা বা বসার কোন স্থান
চরিত্রঃ বাকের ভাই , বজলু , মজনু , লুনা , ইকবাল , জাফর
লুনা রাস্তা দিয়ে আসবে হঠাৎ ইকবাল , জাফর তাঁকে টিজিং করবে ।
ইকবালঃ ও সুন্দরী তুমি কেন আমায় বুঝো নাহ! ললনা তোমার নাম কি ?
লুনাঃ আপনারা কে?
জাফরঃ ও টুনির মা তোমার টুনি আমায় চিনে না! হাহাহাহ! আমি হইলাম এলাকার বড় ভাই!
লুনাঃ ফাইজলামু করবেন না! পথ ছাড়ুন!
ইকবালঃ তুমি রাগ করছ? আচ্ছা বাদ দেই আসো আমরা ডেটিং করি!
বাকের ভাই এন্ট্রি হবে ।
বাকের ভাইঃ যতই কর ডেটিং , মিটিং । ফিটিং কিন্তু একজনের হাতে । উপরে আঙ্গুল দেখিয়ে বলবে । তারপর বজলু কে বলবে ‘’ বজলু ‘’
বজলুঃ ইয়েস বাকের ভাই ।
বাকের ভাইঃ দুই বান্দররে ধইরা টঙ দোকানে নিয়া যা! ১০ বালতি চিনি ছাড়া রং চা দে!
বজলুঃ ইয়েস বাকের ভাই , চায়ের বালতি খাওয়ার ভিতর আনন্দ আছে ।
বজলু মজনু , তাদের ধরে নিয়ে যাবে ।
লুনা ও বাকের ভাই কথা বলবে!
লুনাঃ আপনি সময় মত না এলে কি যে হত!
বাকের ভাইঃ নো চিন্তা , ওদের টির বালতি দিয়ে থেরাপি দিয়ে দিচ্ছি! হোপ সো , আর তারা আর নেভার মেয়েদের সাথে ফাজলামি করবে নাহ!
লুনাঃ চলুন কোথাও বসি
বাকের ভাইঃ হুম চলুন
দৃশ্য – ৮
স্থানঃ রাস্তা বা বসার কোন স্থান , দোকান
চরিত্রঃ বাকের ভাই , বজলু , মজনু , লুনা , ইকবাল , জাফর
বাকের ভাই আর লুনা কোন এক নদী বা রাস্তা ধারে বসে থাকবে!
লুনাঃ জানেন , বাকের সাহেব! আমার বাস্তবে বাকের ভাই কে দেখার খুব ইচ্ছে ছিল! কিন্তু আপনাকে দেখে সে ইচ্ছে আমার মিটেছে,! আচ্ছা আপনার আসল নাম কি ?
বাকের ভাইঃ জাকের , জাকের সিদ্দিক!
লুনাঃ তাহলে বাকের ভাই কেন বলেন ? জাকের ভাই তো সুন্দর ছিল! বাকের ভাই কে কপি করা হয়ে গেল না ?
বাকের ভাই কোন কথা বলবে নাহ! উপরে তাকিয়ে আকাশ দেখবে!
দৃশ্য – ৮
স্থানঃ রাস্তা বা বসার কোন স্থান , দোকান
চরিত্রঃ বজলু , মজনু , লুনা , ইকবাল , জাফর
ইকবাল , জাফর কে চা খাওয়াতে দেখা যাবে! জাফর মাথায় বালতি দিয়ে বসে থাকবে!
দৃশ্য – ৯
স্থানঃ রাস্তা বা বসার কোন স্থান , দোকান
চরিত্রঃ বাকের ভাই , ফারসি (মেহমান চরিত্র) , বদি ,
নবাগত নায়ক ফারসি রাস্তা দিয়ে হেটে যাবে! সুন্দর শার্ট , জিন্স প্যান্ট পায়ে বুট , চোখে চশমা ।
বাকের ভাইঃ বজলু , গগজ পইড়া কে যায়!
বজলুঃ আমাদের এলেকার নবাগত নায়ক সৌরভ ফারসি ।
বাকের ভাইঃ ওরে ডাক দে
বজলুঃ ইয়েস বাকের ভাই । এই সৌরভ এইদিকে কামিং!
ফারসিঃ বাকের ভাইকে সালাম দিবে! সালাম ভাই!
বাকেরঃ সিট ডাউন ফারসি বসে পড়বে
বাকের ভাইঃ বজলু ওরে এক কাপ চা দে!
ফারসিঃ না না ভাই আমি চা খাই না!
বজলুঃ চা খাও নাহ! কলা খাও! কলাতে সে মানের ভাইটামিন আছে! ভাইটামিন XYZ
ফারসিঃ ঠিক আছে দেন
বাকের ভাইঃ শুনলাম তুমি সিনেমা করতেছো!
ফারসিঃ জি বাকের ভাই! সিনেমায় এই প্রথম কাজ করতেছি। এর আগে বেশ কিছু শর্ট ফিল্মে কাজ করছি পলাশ ভাই এর সাথে । মিউজিক ভিডিও করেছি!
বাকের ভাইঃ হুম ভেরি গুড! শুনে আমি আনন্দিত!
বজলুঃ আমারে একটু ফিল্মে চান্স দেয়া যায় না? ফারসি ভাই ? ফারসি হাসবে!
বাকের ভাইঃ বজলু ওরে আরেক টা কলা দে!
বজলু তাঁকে আরেকটা কলা দিবে!
বাকের ভাইঃ একটু দেইখো তো ফারসি! আমারে কোন ভাবে চান্স দেয়া যায় নাকি! সেকেন্ড হিরো হবো!
ফারসিঃ অবশ্যই বাকের ভাই! আপনাকে আমি আমার নতুন সিনেমায় নিব!
বাকের ভাইঃ আচ্ছা যাও তাহলে! আমার উদাস লাগতেছে! একটু হাওয়া খাইয়া আসি! বজলু রিকশা ডাক!
এই দিকে ফারসি চলে যাবে ।
দৃশ্য – ১০
স্থানঃ কোন একটা লোকালয়
চরিত্রঃ বাকের ভাই , কাদের , বজলু , মজনু , ইকবাল , জাফর
বজলু কে ইকবাল , জাফর বেধে রাখবে! মাথায় বালতি থাকবে! কাদের আসবে! রাগান্তিত অবস্থায়! কাদের এর এন্ট্রি হবে!
কাদেরঃ কত বড় সাহস! আমার এলেকায় থাইক্কা আমার ছেলেদের লগে ব্যাডাগিরি! দেখাস! ওর চা খাওয়া ৩ বালতি!
একজন বজলুর বালতি থাপ্পড় দিবে!
বজলুঃ ওরে বাবা রে! ( বালতির ভিতর থেকে)
বাকের ভাই আসবে! সাথে মজনু!
বাকের ভাইঃ কাদের ভাই ম্যাস হবে একটা ?
কাদেরঃ (বাহ! আমার সাথেও বাকের তুই বসগিরি দেখাস)
বাকেরঃ এই! বাকের ভাই বল! মেজাজ এমনেই খারাপ!
তারপর দুইজন এর কলার ধরা ধরি হবে! দুই পক্ষের লোকেরা তাদের ছাড়িয়ে নিয়ে যাবে!
দৃশ্য – ১১
স্থানঃ কোন একটা লোকালয়
চরিত্রঃ বাকের ভাই , বজলু / মজনু
বাকের ভাই ফোনে কথা বলবে
- আবির শোন মাল গুলা পোর্ট থেকে রিলিজ পাইছে শুনে খুশি হইলাম! আমাদের ব্যবসা বানিজ্য ভালো হচ্ছে! এইবার ঢাকায় একটা গুদামঘর আর অফিস নিমু , ব্যবসা আরও ভালো হবে! আমি বজলুরে চিটাগং পোর্ট এ পাঠাচ্ছি সামনের সপ্তাহে! আর টাকা তোর ব্যাংক একাউন্টে দিচ্ছি মাল নিয়ে চলে আয়!
দৃশ্য – 1২
স্থানঃ কোন একটা লোকালয়
চরিত্রঃ লুনা , আরমান
ওদের বিয়ের কথা চলবে!
লুনাঃ আচ্ছা তাহলে তুমি কি সিউর আমাদের সামনের মাসের ২৭ তারিখ বিয়ে ?
আরমানঃ হু কেন নয়! বিয়ে তো করতে হবেই! আর একা থাকা যাচ্ছে না!
ইদানীং বিয়ে করতে কোটি কোটি টাকা লাগে বাপ্রে!
লুনাঃ যেমন ?
আরমানঃ এই ধর গয়না প্রায় ৫ লাখ টাকার! মেজবান খাবার প্রায় ৪ লাখ! কেনা কাটা প্রায় ১ লাখ! এই ভাবে ১০ লাখ চলে যাবে! কাবিন মহরনা বাদই ছাড়াই!
লুনাঃ এত খরচ করতে হবে না! যতটুকু বাচিয়ে করবো! অল্প মানুষ দাওয়াত করব যাদের করলেই নয়! আর কিছু এতিম , ছেলে মেয়েদের খাওয়াবো! ওরে আমাদের জন্য দোয়া করবে!
আরমানঃ তোমার যা ইচ্ছে!
দৃশ্য – ১৩
স্থানঃ কোন একটা টঙ দোকান
চরিত্রঃ বাকের ভাই, বজলু , মজনু , জাফর
মজলু মজনু দাড়িয়ে চা খাবে , বাকের ভাই হাতে বেসলাইট ঘুরাবে! সিগেরেট খাবে!
জাফর বাজার এর ব্যগ নিয়ে যাবে!
বাকের ভাইঃ অনেকদিন যাবত লুনার দেখা নাই! বজলু লুনারে যে আমি ভালো পাই সে কথা কি লুনা জানে ?
বজলুঃ মাইয়া মানুষ ছেলেদের মনের কথা বুঝে! একবার তাকালেই বুঝতে পারে ছেলেটা কি ভাবছে! আপনি যে তারে ভালো পান সে কথা লুনা আপা অবশ্যই বুঝে!
বাকের ভাইঃ বড়ই আনন্দিত হলাম! আমি কালকেই তারে প্রপোজ করবো! মজনু
মজনুঃ জি বাকের ভাই ?
বাকের ভাইঃ ২ টা গোলাপ ফুল কিনে নিয়ে আসবি! কাল লুনার সাথে যাব দেখা করতে । লুনার নাম্বার টা নিয়ে আসবি তার অফিস থেকে! আচ্ছা সামনে দিয়ে এটা কে যায়?
বজলুঃ জাফর বাকের ভাই!
বাকের ভাইঃ তারে ডাক দে!
বজলুঃ এই জাফর এইদিকে আয়! বাকের ভাই ডাকে! (জাফর আসবে ভয় পাবে! )
বাকের ভাইঃ ব্যাগে কি ? জাফর!
জাফরঃ তরকারি বাকের ভাই!
বাকের ভাইঃ দেখি কি তরকারি! ( ব্যাগ থেকে বড় একটা করল্লা বের করবে)
বাকের ভাইঃ করলা চাবায় খাও! করলা কাচা খাওয়া ভালো! ভিটামিন জি!
বজলুঃ রং হইছে বাকের ভাই এতে ভাইটামিন সি আছে! নাও কাচা করলা চিবায় খাও!
জাফর কাচা করলা চিবিয়ে চিবিয়ে খাবে!
বাকের ভাইঃ মজনু ওরে এক কাপ চা দে! করলা দিয়া চুবাই চুবাই খাক!
জাফর করলা ব্যাগ ফেলে পালাবে!
বজলু ব্যাগ ধরে বলবে বাকের ভাই এটার ভিতর মাদক!
বাকের ভাইঃ আমার বন্ধু এস আই অনিকরে ব্যাগ টা দিয়া আয়! বাকি ব্যবস্থা সেই করবে!
দৃশ্য – ১৪
স্থানঃ কোন একটা লোকালয়
চরিত্রঃ লুনা , বাকের ভাই!
ফুল হাতে বাকের ভাই হেটে চলবে , মনে থাকবে আনন্দ! আজ সে খুব খুশি! তার সাথে মজনু বজলু কেউ থাকবে না!
লুনা আর বাকের ভাই একটি যায়গায় বসবে বা দাঁড়াবে!
লুনাঃ কেন ডেকেছেন বাকের ভাই!
বাকের ভাইঃ আমি সবার জন্য বাকের ভাই হইলেও তোমার জন্য জাকের , লুনা! তোমার হাতে কিসের খাম!
লুনাঃ আমার বিয়ের কার্ড ।
মন ভাঙ্গা এক্সপ্রেশন!
বাকের ভাইঃ তোমার বিবাহ ? J
লুনাঃ হ্যাঁ বাকের ভাই আপনি কি আসবেন আপনার ছেলেদের নিয়ে!
বাকের ভাইঃ তোমার বিবাহ আর আমি আসব না! তা তো হবে না!
লুনাঃ আপনার হাতে ফুল ?
বাকের ভাইঃ একটা মেয়েকে প্রচণ্ড ভাবে ভালোবাসছিলাম! সে কথা কখনো তারে বলতে পারি নাই! (বুকে হাত রেখে বলবে) এই অন্তরে তারে ধারন করছিলাম! এত্ত ভালোবাসছি! সে কথা কাউরে বলতে পারে নাই! তারেও বলতে পারি নাই! আমি খুব কষ্টে বড় হইছি! আমি জাকের , বাকের ভাইরে খুব ভালোবাসি তাই ওনাকে আমি ফলো করি! কিন্তু বাকের ভাই এর যেই রাতে ফাঁসি হয় সেইদিন সাড়া বাংলার মানুষ ভালোবাসার টানে , মিছিল করছে , প্রতিবাদ করছে! আচ্ছা লুনা আমারে তো কেউ ভালবাসে না! আমি ডিজিটাল বাকের ভাই । আজ যদি আমার মারা যাই তাহলে আমার জন্য কে কাঁদবে তুমি কাদবা লুনা? লুনার চোখে পানি থাকবে! আমার মা বলছে সদা সত্য কথা বলবি মানুষের উপকার করবি!
তুমি চোখে পানি কেন লুনা?
লুনাঃ না কিছু না । এমনেই ।
বাকের ভাইঃ জানো লুনা খুব প্রিয় মানুষদের মনের কথা বলা যায় না!
হারানোর ভয়ে! এই পৃথিবীতে প্রিয় মানুষগুলো খুব দ্রুত হারিয়ে যায়! আর প্রিয় মানুষ
যখন ভালবাসার মানুষ তখন তো মানুষ জগত অন্ধ
হয়ে যায়! খুব ভালোবাসার মানুষ গুলোকে খুবে সহজে পাওয়া যায় নাহ! হুমায়ন আহমেদ স্যার
বলেন ‘’আমি ঘর থেকে বের
হয়ে জ্যোৎস্না ধরতে যাই
হাত ভর্তি চাঁদের আলো, ধরতে গেলেই নাই’’
দৃশ্য – ১৫
স্থানঃ কোন একটা লোকালয়
চরিত্রঃ লুনা , বাকের ভাই, বজলু , মজনু , জাফর!
বাকের ভাই মন খারাপ করে হাটতে থাকব। মনে মনে বলবে।
লুনার বিবাহ, ওকে কি গিফট দেয়া যায়। একটা হইলদ্যা রঙের শাড়ি গিফট দিলে কেমন হয়! বিবাহতে কি গোলাপ ফুল দেয়া যায়। ১০০ গোলাপ ফুল দিব। লুনার গোলাপ ফুল খুব পছন্দ। ফ্ল্যাশব্যাক এ গোলাপ ফুল নেয়ার সিন।
আচ্ছা আমি যে লুনারে ভালোবাসি সেটা কি সে একটু বুঝে নাই? না বুঝলে নাই আমার কি! আমি তারে ভালো বাসি সে ত আমারে ভালো পায় নাহ। একটা সিগেরেট দরকার।
জাফর সামনে দাড়াবে,
সালাম বাকের ভাই এ নেন সিগেরেট।
মুখে সিগেরেট নিবে, ম্যাচ জ্বালিয়ে দিবে।
মাথা ঘুড়াতে শুরু করবে বাকের ভাই এর। হঠাৎ পিছন থেকে কেউ গুলি করবে। জাফর হাসবে।ক্যামেরা সাইড হয়ে দেখবে মজনু গুলি করে অদ্ভুত ভাবে হাসবে।
বাকের ভাইঃ মজনু তুই।
ফ্ল্যাশব্যাকঃ
কাদের মজনু কে টাকা দিচ্ছে।
কাদেরঃ তুই আজ থেকে আমার লোক শেষ করে দে জাকের এর বাচ্চারে বাকের ভাই সাজতে আইছে।
মজনু হাসবে।
ব্যাক
মজনুঃ বাকের ভাই। অনেক টাকা পাইছি। তাই মারছি কিছু মনে কইরেন না। বলেই আরো ৩ টা গুলি করবে।
বাকের ভাইঃ মাটিতে বসে পড়বে।
মজনু দ্রুত চলে যাবে জাফর কে।নিয়ে।
বজলু আসবে
চিৎকার করে বলবে বাকের ভাই কি হইছে আপনার? বাকের ভাই।।। কাদতে থাকবে।
বাকের ভাইঃ বজলু আমি মজনু রে মাফ কইরা দিছি। তুই তুই এই চেক টা নে। এখানে ২০ লাখ টাকা আছে এটা আমার মা রে দিছ। আমার ছোট্ট বোন টারে তুই দেখিস। সে স্কুল পাশ করবে, কলেজে পড়বে। খুব ইচ্ছা ছিল বোন ডাক্তার হবে। আমার বন্দর এর ব্যবসাটা তরে দিয়া গেলাম। আমি বাকের ভাই এর সাথে দেখা করতে যাইতেছি। আমার কি যে আনন্দ। মৃত্যুর ভিতরও একটা আনন্দ আছে। সুন্দর একটা ভুবন আছে। নিজের সৃষ্টিকর্তার কাছে ফিরে যাওয়া কি যে আনন্দ। শোন
বজলুঃ ইয়েস বাকের ভাই। কাদবে
বাকের ভাইঃ লুনার বিবাহ, তার বিবাহ তে আমার তরফ থেকে ১০০ টা গোলাপ ফুল দিয়ে আসবি। আমার নিশ্বাস নিতে খুব খুব কস্ট।।। বলেই মারা।যাবে। বজলু কাদতে থাকবে।।।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন