শুটিং ক্লাব || Bangla Comedy Web Series লেখকঃ এম এস পলাশ
দৃশ্য ১ রাত
ইমতি, ফারসি, সিউজ , রাজ , রানভির
সবাই রাস্তার সাইডে বসে থাকবে!
ইমতি~ ওরে রাস্তায় বসে থাকতি থাকতি আয়ের মাজা ধরি গেছি! কি একটা জিন্দেগী পার করলাম আই! লাইফে কোন ঝাকাঝাকি নাই!
সিউজ আর রাজ দুইজন আফসোস করে মাথা নাড়াবে!
ফারসি~ আমি ভাবতেছি এইবার ফিল্মে শুটিং যাওয়ার আগে একটা স্পট দেখে আসি! থাকাও হবে দেখাও হবে! ভ্রমনো হবে!
রানভিরঃ বড় ভাই আমারে একটা নায়কের পার্ট দিয়েন!
সিউজ~ আমিও তাই ভাবিচ্ছি বে!
ইমতি~ হেতে বে বে হুনি আই মনেঅচ্ছি ছাগলে আই বে বে শুরু কচ্ছি কিল্লাই!
ফারসিঃ তোরা থাম রে ভাই!
ইমতি~ রিসোর্ট আয় যয়ন যাইয়ুম ভাবতেছি একটা মাইয়া লই কেন! মজা হইব!
ফারসি~ নে! দেখ ভাল কাউকে পাস কিনা!
ইমতি~ এই একটা মাইয়ার নাম্বার জানি ক্যান!
ফারসি~ কল লাগা আসতে বল! দেখ কয় টাকা চায় একরাত। ভাল হলে সেই নায়িকা!
ইমতি- এই একটা কল দেই…। জরিনারে
ফারসিঃ লাগা!
ইমতিঃ আই ফোনে ক্যান লাগাইতাম!
ফারসিঃ আরে বালডা ফোন দে!
ইমতিঃ হেতেরে ফোনে ত পাই ন । হেতে কার লগে জানি ---- ==== করে!
ফারসিঃ উফ! আরেক জায়গায় কল দে!
ইমতিঃ এই ঢুঁকে গেছে।
মেয়েঃ হ্যালো …।।
ইমতিঃ বাবু কেমন আছ!
মেয়েঃ জি ভাইয়া ভাল আছি!
ইমতিঃ আয় কাল , যাইয়ুম শুটিং স্পট! তুমি কি যাইবা!
মেয়েঃ কিসের শুটিং ভাইয়া!
ইমতিঃ শুটিং মানে কিছুই না! শুটিং স্পট দেখাবার লায় যাইয়ুম আর কি!
মেয়েঃ তাহলে আমার কাজ কি?
ইমতিঃ বুঝো না! রাইতে ঝাকাঝাকি অইবো আরকি!
মেয়েঃ যাই করেন হাই ক্যাশে এডভান্স ৩০০০ পাঠান!
- আই এখনি পাঠাই দেই ক্যান!
ফোন রেখে দিবে।
- ফারসি হাই ক্যাশে এহনি ৩০০০ দে দেহি!
টাকা পাঠিয়ে কল দিবে ইমতি!
মেয়ে- হ্যালো
ইমতি- টাকা গেছে!
মেয়েঃ কিসের টাকা?
ইমতিঃ ওমা হেতি কয় কি?
মেয়েঃ কুত্তার বাচ্চা মাইয়া মানুষ গুলো রে মাইয়া মনে হয় না? প্রোডাক্ট মনে হয়? খালি লাগাইতে মন চায় না???
এইবার আমি মাইরা দিলাম! বেশি করলে কল রেকড আছে পুলিশ কেস দিমু!
ইমতির ভয়ংকর এক্সপ্রেশন
ইমতিঃ ওমা হেতি আর টিয়া মারি দিছে!
দিনে দুপুরে আর কত্তবড় ডাহাটি!
সবাই এক সাথে মাথায় হাত দিবে!
সিউজ কে নাচতে দেখা যাবে!
দৃশ্য~ ২ রাত
ইমতি, ফারসি, সিউজ , রাজ , রানভির, ম্যানেজার, সুইটি!
আজ সবাই রিসোর্ট এ আসবে! গাড়ি থেকে নামবে!
বা অটো থেকে নামবে!
ইমতিঃ জীবনডা বেদনার!
সিউজঃ কান্নার নোনা জল!
রাজঃ দুঃখের নদী!
রানভিরঃ কষ্টের সাগর!
সবাই মিলে বসে পড়বে গাছ তলায়!
ম্যানেজারঃ আপনাদের রুমের টোকেন স্যার! আর রাতে আপনারা কি খাবেন অর্ডার দিয়ে দিন স্যার!
হঠাত একটা মেয়ে চলে আসবে তার এন্টি শট নেয়া হবে নানা ভাবে!
সবাই হ্যাঁ করে তাকিয়ে থাকবে!
ইমতিঃ ওমা আকাশ তন পরি নামি এল ক্যান!
ফারসিঃ অস্থির!
রানভিরঃ আমি এরে চাই বলেই উল্টায় পরে যাবে!
দুইজন ধরে নিয়ে ঘরে নিয়ে যাবে!
ইমতিঃ আর ত দাঁড়ি গেছে!
ফারসিঃ কি!
ইমতিঃ না চুল দাঁড়ি গেছে!
মেয়েটা তাদের সামনে আসবে!
- হাই আমি সুইটি
ইমতিঃ আই ডিরেক্টর রাজু! আইন এর নাম কি?
মেয়েঃ নাম ত একবার বলেছি!
ফারসিঃ আমি একট্র সোরভ ফারসি
মেয়েঃ বাহ! আপনার মুভি ত আমি দেখেছি!
ইমতিঃ আই ভাবতেচি! আইনরে নায়িকা বানায়ুম কেন!
মেয়েঃ বলেন কি! আমাকে নায়িকার মত লাগছে!
ইমতিঃ লাগতেছে মানে! আইর ত দাঁড়ি গেছে বেকগন!
মেয়েঃ হোয়াট!
ইমতিঃ চুল দাঁড়ি গেছে!
মেয়েঃ আচ্ছা আমি যাই একটু পর কথা বলি?
দৃশ্য~ ৪ রাত
ইমতি, ফারসি, সিউজ , রাজ , রানভির
সবাই ঘুমে ভেবুর!
ফারসিঃ ল্যাপটপ নিয়ে বিজি!
ইমতিঃ ইমতি এসে বলবে! আয়ের একটা জাইঙ্গা আছিল! দুবাই তেন দুলাভাই পাঠাইছে! তুই কি পরছস নি …।।
ফারসিঃ আরে কি কস!
ইমতিঃ ইমতি সবাইকে চেক করে দেখবে কে পড়েছে! কিন্তু পাবে না! তারপর সে তার ব্যাগেই পাবে!
আয় হেতেরি পায়ি গেছি!
ফারসিরঃ পাগলের দল!
দৃশ্য~ ৫ সকাল
ইমতি, ফারসি, সিউজ , রাজ , রানভির
সকালে বাথরুমে সিরিয়াল নিয়ে দাড়িয়ে আছে!
ফারসি ভিতরে!
সিউজঃ ভাই বের হচ্ছেন না কেনে! পরে গেল ত সব! কি করব এখন? ব্যা!
রাজঃ মনু তুই প্পপ্প রে যাও মই আগে যাই! মর ত গেগেগেগ লে!
রানভিরঃ ভাই আমি নায়ক হমু না আপনি হন আগে বাহির হন! আমি শেষ!
ইমতি এসে লাইন দেখে অবাক!
- ওমা হেতে কিসের লাইনে! ওমা আইয়ের ত পরে যাইব! আই ত শেষ! ও ফারসি ভাই সোনা দাদু!
ভাই নানি! খোল ভাই! আই ত বাঁচতাম ন! আই ত নাই! আই হারি দিলাম!
ফারসি বের হয়ে বলবে তোদের জন্য একটু শান্তি নাই!
ইমতি দ্রুত বাথরুমে ঢুকবে আর সবাই কান্না শুরু করবে!
সিউজঃ ভাই বের হচ্ছেন না কেনে! এখন করব কি ব্যা!
ইমতিঃ তুই বেবেবে কর! শ্যালা!
রাজঃ ভাভভাভাভই মোরে একটু জায়গা দেবেন! মুই কিছুই দেখমু না!
সিউজঃ ভাই আর বের হতে হবে না! ছেড়ে দিয়েছি কাজ করে ফেলছি সব!
বাকি দুইজন হ্যাঁ!
দৃশ্য~ ৬ সকাল
ইমতি, ফারসি, সিউজ, রাজ , রানভির , ম্যানেজার!
সবাই দাড়িয়ে আছে!
ম্যানেজারঃ এখানে সুইমিং পুল আমাদের হাউজের পিছনে! পানি একটু কম তবে চলবে!
ইমতি আসবে
আই একটা কথা কই কেন! তোরা যা আই প্যান্ট খুলে আই!
ফারসিঃ তুই প্লেন দিয়ে আয় গাধা!
দৃশ্য~ ৭ সকাল সুইমিং পুল!
ইমতি, ফারসি, সিউজ , রাজ , রানভির
ফারসি, সিউজ, রাজ , রানভির ৪ জন এক সাথে দাড়িয়ে থাকবে! মাথায় হাত দিয়ে ইমশন হয়ে!
ইমতিয়াজ এসে দেখবে এটা একটি কুচুরিপানার পুকুর!
ইমতিয়াজ চিৎকার করে বলবে!
ওমা আই কই! ওমা আই কই! ম্যানেজার ম্যানেজার!
ম্যানেজারঃ ইয়েস স্যার!
ইমতিঃ আয় আইনেরে পুং মারছি নি ক্যান?
ইতরামি চুদাও হ্যাঁ!
ম্যানেজারঃ ওমা আমি কি করলাম!
ইমতিঃ পুকুররে সুইমিং পুল সুদাও ক্যান? ???
ফারসি সরে যাবে!
ম্যানেজার ভয় পাবে!
ইমতিয়াজ ইচ্ছামত ঝারি গালি দিবে!
ম্যানেজার আর ইমতিয়াজ সে লেভেল এর মারামারি লাগবে!
সিউজ, রাজ , রানভির বাহবা বাহবা দিবে!
ফারসি ও মেয়েটা এসে ওদের থামাবে!
দৃশ্য~ ৮ সকাল
ফারসি , মেয়ে
মেয়ে~ হ্যালো গুড মর্নিং নায়ক সাহেব!
ফারসি~ হাই মর্নিং!
মেয়ে~ কেমন আছেন_
ফারসি~ এইতো ভালই!
মেয়ে~ পড়া শোনা?
ফারসিঃ মাস্টার্স
মেয়েঃ ওয়াও ফাইন!
ফারসিঃ আপনি কি এখানেই থাকেন?
মেয়েঃ হ্যাঁ এটা আমার বাবার রিসোর্ট!
ফারসিঃ বাহ!
মেয়েঃ আমি কি আপনার হাত ধরে হাটতে পারি?
ফারসিঃ হুম পারেন!
দুইজন দুইজনার হাত ধরে হাঁটবে
গান হবে, কিছু দৃশ্য হবে!
তারপর আবার ৬ নাম্বারে যাবে!
দৃশ্য~ ৯ রাত
রুমের ভিতর!
ফারসি , মেয়ে ইমতি, সিউজ , রাজ , রানভির
ফারসিঃ তোরা একটু বাহিরে যা!
ইমতিঃ আই যাইতম ন! আই ভিডিও করি ইন্টারনেটতন ছারি দিয়ুম!
ফারসিঃ এই পাগলারে সরা ত!
ইমতি রে নিয়ে যাবে ওরা তিন জন! আই যাইতে চাইন! আই দেকুম! হেতিরা কি করে!
দৃশ্য~ ১০ রাত
ছাঁদে
ইমতি, সিউজ, রাজ , রানভির
ওরা সবাই মিলে গান গাবে আর নাচবে! কোক খাবে বিড়ি খাবে! গান গাইবে!
দৃশ্য~ ১১ রাত
বাহিরে --------------
ইমতি, সিউজ, রাজ , রানভির
সবাই ছাঁদ থেকে নেমে যাবে! বাহিরে এসে দেখবে! একটা ছোট কৌটা…।।
সিউজ~ পেয়েছি বে! খুলে ঘ্রান নিতেই উল্টে পরে যাবে!
ইমতি ত অবাক!
খাইছে!
দ্রুত রুমের দিকে ছুটে যাবে!
ফারসি কে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখা যাবে!
ফ্ল্যাশব্যাক!
মেয়েটা সাথে রুমে একা ফারসি!
মেয়েটি তার সামনে এসে বলবে!
হাই হ্যান্ডসাম!
তুমি এত কিউট কেন বলত_
ফারসি~ মেয়েরা কিউট হইয় ছেলেরা কিউট হয় না!
মেয়েটা তার মাথাড় চূল একটু নাড়িয়ে দিবে!
দুইজনের কিছু অন্তরঙ মহুরত্ব!
অত~পর মেয়েটি মলম দিয়ে তাকে অজ্ঞান করে ফেলবে!
তারপর সব নিয়ে পালিয়ে যাবে!
দৃশ্য~ ১২ রাত
বাহিরে --------------
ইমতি, সিউজ, রাজ , রানভির
মদের বোতল ,মদ খেতে খেতে মাতলামি করবে!
আই শেষ! যা আছিলাম তাও শেষ! হেতি আইর জাইঙ্গা লই গেছে! আর শেষ! আই আর বাঁচতাম চাই ন! ফারসি হুডোস না কিল্লায়_
ফারসিঃ যত বাধা আসুক নায়ক আমি হবই!
আমি ঘুমাব!
সিউজঃ উঠে কাঁদবে! আমার কি হয়েছে বে!
ইমতিল তুই হুতি যা! হুতি যাহ!
ফারসির সাথে গলাধরাধরি করে কাঁদবে!
আই আর বাঁচতাম চাই ন! একটা মাইয়া আইরে মারি দিছে!
রাজ ও রানভির মাথা নাড়াবে, একটু মদ খেয়ে শুয়ে পড়বে!
ইমতিয়াজ আর ফারসি কাঁদতে থাকবে আর মত খাবে!
- ওরে জুলেখা!
ফারসিঃ জুলেখা কে?
ইমতিঃ জুলেখা আয়ের প্রেমিকা আছিল!
ফারসিঃ ওরে নিলা!
নিলা কিডা?
নিলা আমারও প্রেমিকা ছিল!
ওরে জুলেখা হিক হিক হিক!
তোরা মাইয়ারা আইগ রে **** মেরি দিলি!
শেষ
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন