
প্রেম বিসর্জন - গল্প (কমেডি) লেখকঃ এম এস পলাশ
দৃশ্য~ ১
চরিত্র~ ইমতি, বিল্লা, জিদু
ইমতিঃ একটা সিগেরেট ধরিয়ে বলবে,
এই জীবন রেখে আর কি হবে। ভাবতেছি বিষ খেয়ে মরবো৷
বিল্লাঃ ভাই টাকা দেন বিষ কিন্না নিয়া আসি।
জিদুঃ তুই কি বিষ চিনোস? যদি খাইয়া না মরে?
বিল্লাঃ (বিষন চিন্তত মনে) আচ্ছা ভাইজান বিষ খাইবেন কোন দুঃখে?
ইমতিঃ লাইফে যে পরিমাণে ছ্যাকাভ্যাকা খাইছি, আর বাচার ইচ্ছা নাই৷ আজ জরিনার বিয়া। মনডা উদাস লাগতেছে৷
মনে হয় দম আটকায় মইরা যামু।
ওরে জরিনা --------++-- (কান্না)
ইণ্টো শুরু হবে ---------------------------------------------------------------------
বিল্লার হাতে টাকা দিয়ে বলবে যা ইন্দুর এর বিষ কিন্না নিয়া আয়৷
বিল্লাঃ ইন্দুরের বিষ খাইয়া যদি না মরেন???
ইমতিঃ তুই অযথাই কথা বলস। চোখের সামনে থেকে দূর হ।। বাL....
দৃশ্য~ ২
চরিত্র~ বিল্লা, দোকানদার
দোকানে গিয়ে বিষ কিনে আনবে , বিল্লা ।
দৃশ্য~ ৩
চরিত্র~ ইমতি, বিল্লা, জিদু ও রিতা
ইমতি সিগারেট ধরিয়ে খাবে ।
এই অবস্থায় রিতা সামনে দিয়ে যাবে
ইমতি~ রিতা কেমন আছো_ ?
রিতাঃ আলহামদুলিল্লাহ্ ভালো আছি আপনি কেমন আছেন ইমতি ভাই!
ইমতিঃ ভালো নাহ! মাথা আজ অনেক হট! শোনো রীতা
রীতাঃ জী ভাই ।
ইমতিঃ আমার চল্লিশার দাওয়াত । তোমারে এডভান্স দাওয়াত!
রিতাঃ বলেন কি! আপনার চল্লিশা
ইমতিঃ ঠিক করেছি সুসাইড করবো । বিষ খাইয়া মরমু! বিল্লা গেছে বিষ কিনতে আমার জন্য!
এক নাম্বার ইন্দুরের বিষ!
রিতাঃ তাহলে আজ আপনার বিষ খাওয়া দেখেই তারপর বাসায় যাবো!
বিল্লা আসার পর --------------------------------------------------------------
ইমতিঃ বিল্লা বিষ আনছিস?
বিল্লাঃ হ ভাই বিষ কিনে আনছি , ইন্দুর এর বিষ! খাইয়া মরবেন কিনা সিউর না!
শুনছি একটা ইন্দুর এই বিষ খাইয়া বেহুঁশ ছিল ১০ দিন!
রিতাঃ হাসবে --------
বিল্লাঃ রিতা আপা ভালো আছেন? আপনারে খুব কিউট লাগতেছে
রীতাঃ থ্যাংকস বিলা ।
বিল্লাঃ বিষ কিনে আনছি এই যে দেখেন , ইমতি ভাই খেয়ে এখনি মরবে!
জিদুঃএই বিষ খাইয়া মানুষ কেমনে মরবো! একটা বিলাইও তো মরবো না!
বিল্লাঃ তাইলে ভাই , আমি খাইয়া টেস্ট কইরা দেখি মরি কিনা!
ইমতিঃ কস কি!
বিল্লাঃ বিষ খেয়ে অজ্ঞান!
ঠাশ করে পড়ে যাবে মাটিতে!
রিতাঃ আরে আরে ----------------- অবাক হয়ে যাবে!
জিদুঃ ভাই ওরে হসপিটাল নিতে হইবো ........
দৃশ্য ~ ৪
চরিত্র~ ইমতি, বিল্লা, জিদুঃ
ইমতিঃ একটা সিগেরেট ধরিয়ে বলবে, বিষ খেয়ে মরার চিন্তা ক্যান্সেল করেছি। ভাবতেছি! ফাঁসি দিয়ে মরবো!
জিদুঃ একটা লম্বা দড়ি আন!
জিদুঃ ভাই লম্বা কি দড়ি আনুম?
বিল্লাঃ ভাই আমারে দেন আমি আনি!
ইমতিঃ তোর আইনা কোন কাম নাই , তুই দড়ি আনতে গিয়ে পড়ে কি আনবি না তুই ঝুইল্লা টেস্ট করবি আল্লাহ জানে!
বিল্লাঃ ভাই এইবার সিউর , এমন দড়ি আনুম , আমরা তিন এক সাথে ঝুলুম কিন্তু দড়ি ছিঁড়ব না!
ইমতিঃ যা তাইলে লইয়া আয়! জিদু ,
জিদুঃ জি বড় ভাই
ইমতিঃ একটা বড় দামড়া গাছ ম্যানেজ কর গাছে ঝুলে মরুম ।
জিদুঃ দামড়া গরু চিনি, কিন্তু গাছ ত চিনি না ভাই!
ইমতিঃ আদি কালের বট গাছ খুইজ্জা বাহির কর!
দৃশ্য ~ ৫
চরিত্র~ শুটিং ইউনিট
শুটিং চলছে , যেখানে নায়ক নায়িকের রোমাণ্টিক শট নেয়া হচ্ছে!
দৃশ্য ~ ৬
রাত -------------------------------------------------------
চরিত্র~ ইমতি, বিল্লা, জেদু , শুটিং ইউনিট , নায়ক , নায়িকা ।
একটা শুটিং স্পটে শুটিং স্পটে শুটিং চলছে!
ইমতি আসবে , ভাইজান কি নায়ক!
নায়কঃ জি হ্যাঁ ------------
ইমতিঃ আহেন একটু কোলাকোলি করি!
নায়কঃ আরে আরে ---------------
নায়িকা সামনে আসবে +-----------------
ইমতিঃ ইনি কি নায়িকা ------------
নায়কঃ হ্যাঁ ----------------
ইমতিঃ আসেন কোলাকোলি করি --------- আজ আমি সুসাইড করবো!
নায়িকা ভয়ে চিৎকার দিয়ে দৌড়ে চলে যাবে --------
ইমতিঃ চিৎকার দিল কি জন্য কিছুই বুঝলাম না ...।।
নায়কঃ আপনি কিছু বলবেন? আমার একটু পর শুট
ইমতিঃ আর বলে কি হবে!
আজ আমি মরে যাবো!
নায়কঃ মানে?
ইমতিঃ ভেবেছি আত্বহত্যা করবো।
নায়কঃ হা করে তাকিয়ে থাকবে!
বিল্লাঃ ভাই দড়ি কেনে আনছি , আপনার গলার মাপ নিমু?
ইমতিঃ গলার মাপ নিবি নে!
বিল্লা গলার মাপ নিবে তারপর
নায়ক এর গলার মাপ নেয়া হবে!
নায়কঃ বলে উঠবে ইন্নালিল্লাহ!
দৃশ্য ~ ৭
রাত ----------------
চরিত্র~ ইমতি, বিল্লা, জেদু ,
গাছ তলায় ইমতি, বিল্লা, জেদু ,
দাড়িয়ে থাকবে!
ইমতিঃ এত ছোট দড়ি , এটা দিয়ে আমার মাথাই ঢুকবো না!
বিল্লাঃ আপনার গলার মাপ নিছি মাথার মাপ ত নেই নাই!
ইমতিঃ তোরা আমার সামনে থেকে এখনি দূর হো! ্যাহ ভাগ!
বিলাঃ কাঁদতে কাঁদতে বলবে , ভাইজান আপনারে আমরা অনেক ভালোবাসি , আমার বড় ভাই নাই আপনারে ভাই মানি। আমি নিজে মরুম আমারে মারেন তাও আপনি মইরেন না! আমি নিজে বিষ খাইছি আপনারে খাইতে দেই নাই! ইচ্ছা কইরা দড়ি ছোট করছি , ফাঁস না নিতে পারেন!
আপনি থাকেন ভাইজান । জিবনটা অনেক সুন্দর! আপনি কল্পনা করতে পারবেন না।
জীবনটডা অনেক ছোট , একটা হাওয়াই মিঠাই এর মত! মুখে দেয়ার আগে আসমানে উইড়া যায়!
বাইচ্চা থাকার ভিতর কি যে আনন্দ!
ইমতিঃ ঠিক আছে ----------- সিধান্ত ক্যান্সেল----------------------- রিতারে একটু খবর দে ওর জন্য মনডা উদাস লাগতেছে!
জিদু আর বিল্লা আনন্দে নাচানাচি করবে!
দৃশ্য ~ ৮
রাত ----------------
চরিত্র~ ইমতি, রিতা
ইমতি দাড়িয়ে সিগেরেট খাচ্ছে শীতের রাত অন্ধকার এর নিরবতা দেখছে অবাক হয়ে চেয়ে । রিতা আসবে,
রিতাঃ আমাকে ডেকেছেন ইমতি ভাই?
ইমতিঃ ভাইয়া ডাকবা না রিতা , অন্তরের গহিনে যাইয়া ছেদ কইরা ব্যথা লাগে।
রিতাঃ আচ্ছা বলবো না! তবে কি বলে ডাকবো?
ইমতিঃ বড়ই চিন্তার বিষয়! তবে ভেবে চিন্তে সিধান্ত নিলাম , আমি আর সুসাইড করবো না! সুন্দর জগৎটা আবার দেখবো! তুমি কি থাকবা আমার সাথে রিতা?
রিতাঃ থাকবো কিন্তু বিয়ের পর!
ইমতিঃ তাহলে হাতটা ধরি! চাদ দেখবো আজ দুইজনে!
রিতাঃ কই চাঁদ দেখেন আজ ত আমাবস্যা!
ইমতিঃ একটু আগে না চাঁদ উঠছিল গগনে! শ্যালা গেলো কই!
একটা গান শোনাই কি বল?
রিতাঃ হুম শোনান ।
দুইজন হাটতে হাটতে -------------------------------------------
যেতে যেতে পথে তোমাতে আমাতে চাঁদ উঠেছিলো গগনে হেই হেই হেই!
শেষ -----------------------------
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন