
২০০০ সাল এর কথা আজ থেকে 24 বছর আগে । বাবা বাসার জন্য একটি কম্পিউটার কিনে আনেন । তখন RAM ছিল 128 এম বি । প্রসেসর ছিল পেন্টিয়াম 3 ঠিক । অপারেটিং সিস্টেম ছিল Windows 98 !!!
বাসায় নতুন কম্পিউটার পেয়ে আমার যে কত আনন্দ !!!! তবে খুব কম স্পিড আর একবার কম্পিউটার Restart দিলে তো কথাই নেই । পিসি শেষ তারপর বাবার সব বকা আমি একা খেতাম 🙁 এই ভাবে যে কত বার পিসি নষ্ট করছি আল্লাহ্ জানেন...