জেনে নিন জ্বিন জাতির বিস্ময়কর ইতিহাস!


জ্বিন জাতি পবিত্র আল কোরআনে বর্ণিত এক অতিপ্রাকৃত সত্তা। প্রাক ইসলামী যুগেও জ্বিন জাতি সংক্রান্ত বিশ্বাস আরব এবং কাছাঁকাছি এলাকায় বিদ্যমান ছিল। আরবি জিন শব্দটির আক্ষরিক শব্দার্থ যে কোন কিছু যা গুপ্ত, অদৃশ্য, অন্তরালে বসবাসকারী বা অনেক দূরবর্তী।

জ্বিন সম্পর্কে পবিত্র কোরআনে কি বলা হয়েছেঃ

সুরা আল জ্বিনে বলা হয়েছেঃ

বলুন, আমার প্রতি ওহী নাযিল করা হয়েছে যে, জ্বিনদের একটি দল কোরআন শ্রবণ করেছে, অতঃপর তারা বলেছেঃ আমরা বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি। (আয়াত-০১)
অথচ আমরা মনে করতাম মানুষ ও জ্বিন কখনও আল্লাহতা’আলা সম্পর্কে মিথ্যা বলতে পারে না। (আয়াত-০৫)
আর যখন আল্লাহতা’আলার বান্দা তাকে ডাকার জন্যে দন্ডায়মান হল, তখন অনেক জ্বিন তার কাছে ভিড় জমালো। (আয়াত-১৯)

বিজ্ঞানের দৃষ্টিতে ব্যাখাঃ আধুনিক পদার্থ বিজ্ঞান জ্বিন জাতির অস্তিত্ব অস্বিকার করে না। অস্বিকার করার মত কোন যুক্তি বা মতবাদও আজ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। বরং এ্যন্টি ম্যাটার সম্পর্কে মানুষের জ্ঞান যত বৃদ্ধি পাচ্ছে জ্বিনের অস্তিত্বের পক্ষে যুক্তি ততই প্রগাড় হচ্ছে।


তাই আজ আপনাদের জন্য নিয়ে আসলাম জ্বিন জাতির বিস্ময়কর ইতিহাস! নিয়ে একটি ইবুক

এই বইতে আপনারা যা যা পাবেন

জ্বিন কত প্রকার ও কি কি? জ্বিন জাতির বিস্ময়কর ইতিহাস
জ্বিনার কি খায়, কোথায় থাকে, কি ভাবে বংশ বাড়ায়, মরে গেলে ওদের দেহ কোথায় যায় এছারা আরও অনেক অনেক কিছু পাবেন
জ্বিনদের কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য আরও অনেক অনেক দোয়া পাবেন।


ডাউনলোড লিংক

                                                         https://dropgalaxy.in/tm50zrx5j7qx

https://dropgalaxy.in/ygara1kjpl8l

https://dropgalaxy.in/z1psv0t6i4sf

Related Posts:

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন