আজ
থেকে ২৩০ মিলিয়ন বছর পূর্বে। ডাইনোসরেরা ট্রায়াসিক যুগের শেষ দিকে,
অর্থাৎ প্রায় ২৩ কোটি বছর আগে পৃথিবীতে বসবাস করতে শুরু করে। আর ওদের
শাসনকাল চলে ক্রিটেশিয়াস যুগের শেষ পর্যন্ত। অর্থাৎ ওরা পৃথিবী শাসন করেছে
প্রায় ১৬ কোটি বছর ! আসুন এক নজরে এদের নিয়ে আমারা একটু জেনে নেই । ডাইনোসরের শ্রেণীবিন্যাস:
Saurischia: এসব ডাইনোসরের পম্চাত ছিল সরীসৃপদের মতো।
Theropods: এটি মাংসভোজি ডাইনোসরের দল।
Sauropods: এরা লতাপাতা খেয়ে বেঁচে থাকত। এদের ছিল খুব লম্বা লম্বা গলা।
Ornithischia: এরা লতাপাতা ভোজি যাদের পাখির মতো ঠোঁট ছিল। 
Armoured dinosaurs: এদের পিঠে ছিল বড় বড় হাড় যা এদেরকে রক্ষা করত। 
Cerapoda :শিংওয়ালা জাতির অন্তর্ভূক্ত।
Ornithopoda: এরা “duck-billed” ডাইনোসর।
Pachycephalosauria: এসব ডাইনোসরের মাথা ছিল খুব শক্ত।
Ceratopsia: এরা শিংওয়ালা জাতির অন্তর্ভূক্ত।
ডাইনোসর”
শব্দটি বলতে “উড়তে অক্ষম ডাইনোসর”-দের বোঝানো হবে এবং “পাখি” শব্দটি
“উড়তে সক্ষম ডাইনোসর”-এর প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হবে। উড়তে সক্ষম
ডাইনোসর বলতে আর্কিওপটেরিক্স পূর্বপুরুষ থেকে বিবর্তিত এবং আধুনিক পাখিদের
সবাইকেই বোঝানো হবে। গুরুত্ব দিয়ে কোন বিষয় উল্লেখ করতে হলে “উড়তে অক্ষম
ডাইনোসর” শব্দটিই ব্যবহৃত হবে। আজ থেকে ২৩ কোটি বছর আগে তারা পৃথিবী থেকে
বিলপ্তি হয় একটি বার ভেবে দেখেছেন এরা যদি আজ পৃথিবী তে থাকতো তবে কেমন হত
??? তাহলে চলুন একবার ঘুরে আসি ডাইনোসর এর মিউজিয়াম থেকে Fukui Prefectural
Dinosaur Museum জাপান।
খুব
সুন্দর একটি জাইগা তাই না , আকাশ নীল , অপার বেগনি আলো সুনীল মধ্যে সরাসরি
দিগন্তর উপর মিশ্রণ, যেখানে এটা পর্বত দ্বারা পূরণ হয়েছে
বিশেষ করে এই পর্বতগুলো সব বরফে ঢাকা থাকে , কিন্তু তুষার যেন কোন ঠিক মাঠ দূরে থেকে গলা শুরু করেছে যাদুর মতো
এই সব মন মাতানো দৃশ্যে দেখে মনে হবে আপনি হারিয়ে গেছেন কোন এক অজানা দেশে
তারপর
অবশেষে ডাইনোসর এর যাদুঘর দেখা গেলো একটি বড় রূপালী ডিম এর মতো একটি ভবন
যারকিনা চারপাশে বনভূমির অরন্যে ঢাকা , দেখে মনে হবে আপনি সত্যি ডাইনোসর
যুগে এসে পরেছেন
মনে করুন তো এটা যদি সত্যিকার এর ডাইনোসর হতো ____ এই সব বাচ্চা রা খেলা দূরে থাক ৫০০ কিলোমিটার বেগে দৌড়াতো তাই না ???
তাহলে চলুন একবার ডাইনোসরের যাদুঘর এর ভিতর থেকে একবার ঘুরে আসি
বাহ কি সুন্দর সর্ট !!
এটা ছিল লেখক এর কথা I just like this guy’s name: necrolemur. How cool is that?!
ডিম গুলি এদের কতো বড়ো হতে পারে একটু ভাবুন 
দুর্লভ জীবাশ্ব দেখুন
ফসিল কঙ্কালটি দেখুন
আচ্ছা এরা যদি সত্যি সত্যি আমাদের মাজে বেঁচে থাকতো তবে আমাদের বন্ধু হয়ে যেত তাই না ???


একবার কল্পনা করুন তো এদের মুখের হাঁ কি রকম ছিল !!
পৃথিবীতে
আজ থেকে ২৩ কোটি বছর আগে তারা পৃথিবী থেকে বিলপ্তি হয়লক্ষ লক্ষ বছর আগে
পৃথিবীতে আঘাত হানা বিশালকায় ধূমকেতু কিংবা গ্রহাণুখন্ডের কারণে ডাইনোসরের
বিলুপ্তি ঘটে থাকতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা। ধূমকেতু বা গ্রহাণুখণ্ড
হয়ত পৃথিবীতে আছড়ে পড়ায় ধূলো আর রাসায়নিক মেঘ সূর্যালোক প্রবেশে বাধা
দিয়েছে কিংবা এর বিস্ফোরণে দাবানল ঘটে অতিকায় জন্তু ডাইনোসার বিলুপ্ত হয়ে
গেছে।উইনটন জীবাশ্মবিদদের জন্য একটি গুপ্ত ভাণ্ডার হিসেবে পরিগণিত হয়ে
আসছে৷ ২০০১ সালে সেখানে স্থানীয় এক কৃষক ভেড়া চরাতে গিয়ে একটি ডাইনোসরের
জীবাশ্ম পেয়েছিলেন৷ তবে এবারের আবিষ্কার অস্ট্রেলিয়ায় গত ২৮ বছরের মধ্যে
সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য বলে মনে করছেন বিজ্ঞানীরা৷ হকনালের প্রত্যাশা,
এই খাদের আশপাশে আরো শত শত জীবাশ্ম পাওয়া যাবে৷ তবে সেসব আবিষ্কারের জন্য
আমাদের ভালোমত প্রস্তুতি নিতে হবে৷ মেলবোর্নের লা ট্রোব ইউনিভার্সিটির
জীবাশ্মবিদ বেন কিয়ার প্রায় একই সুরে বলেছেন, এই আবিষ্কার অস্ট্রেলিয়ার
ডাইনোসর এবং তাদের পরিবেশ নিয়ে নতুন করে গবেষণার পথ উন্মোচন করে দিয়েছে৷
সুত্রঃ Deutsche Welle

সংঘর্ষে গ্রহানু খন্ড খন্ড হয়ে ভেঙে যাওয়ার আলামত পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
জ্যোতির্বিজ্ঞানীরা ইতোমধ্যেই ধূমকেতুর মতো দেখতে একটি বস্তুর সন্ধান পেয়েছেন। এটি দুটি গ্রহাণুর সংঘর্ষে সৃষ্ট বলে তাদের ধারণা। যে কারণে লক্ষ লক্ষ বছর আগে অতিকায় জীব ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করা হচ্ছে।
এই সেই ডাইনোসর যাদের নিয়ে নির্মান হয়েছে অনেক মুভি
একটু কল্পনা করুন তো এরা যদি আবার এই পৃথিবীতে ফিরে আসে আল্লাহ্ না করুন তাহলে কি হবে_____