সুদের গল্প! আজি মহাজনের শেষ পরিনিতি!

 


দৃশ্য - 

স্থানঃ বাড়ি

চরিত্রঃ আজি , বিলু , চাণ্ডি পান্ডী

আজি মহাজন বাহিরে চেয়ার নিয়ে বসে থাকবে সামনে একটি ছেলে বসা থাকবে

আজিঃ তা তুই কর কি?

বিলুঃ মহাজন আমি চাকুরি করি

আজিঃ কত পাও?

বিলুঃ ২০ হাজার টাকা মহাজন

আজিঃ কিসের জন্য চাইতে আছো? ১ লাখ টাহা? 

বিলুঃ (খুব ইমশোনাল হয়ে বলবে) আমার মায়ের খুব অসুখ মনে হয় আর বাঁচবে না । আপনি যদি এক লাখ টাকা দিতেন তাহলে মায়ের অপেরেশন টা হয়ে যাবে ২ টা অপারেশন করালেই মা সুস্থ হয়ে যাবে ।

আজিঃ আচ্ছা বোঝালাম , তা ব্যাডা তোরে বাহেরে চিনি বইলা টাহা দেতে আছি! এক সময় হেও মর কাছে সুদে টাহা নিতে    লাখে ৫০০০ টাহা মরে দেতে হইবে! তয় নেতে পারো!

বিলুঃ এত্ত টাকা ?  L

আজিঃ লোল ব্যাডা বেপদে পড়ছ বইলা টাহা দেতে আছি ভালো লাগতেছে না? এই লো চেইক , আর এহানে একটা সিংগেচার দে! তোর বাড়ির দলিল আনছো? 

বিলুঃ হ্যাঁ মহাজন এনেছি ।

বিলু সাইন দিয়ে চেক ,  আজি মহাজন দলিল বুঝে নিবে ।

আজি মহাজনঃ ব্যাডা সময় মত  সুদের টাহা কিন্তু চাই!

বিলুঃ মাথা নাড়াবে ।


 

দৃশ্য -    / ২য় দিন

স্থানঃ বাড়ি 

চরিত্রঃ আজি , নিয়াজ  , চাণ্ডি পান্ডী

আজি মহাজন বাহিরে চেয়ার নিয়ে বসে থাকবে সামনে  চান্ডি পান্ডে

 

আজীঃ ও ব্যাডা নিয়াজ উদ্দির না আজগো টাহা দেয়ার কথা! হালার পো হালারে ধইরা আইন!

চান্ডি পান্ডেঃ জি আচ্ছা মহাজন!

রাস্তায় দৌড়া তে থাকবে আর চান্ডি পান্ডে এক সময় ধরে ফেলবে ! বাড়িতে নিয়ে যাবে!

আজিঃ ও ব্যাডা মর সুদের টাহা কই?

নিয়াজ উদ্দিরঃ মহাজন আমি গরীব মানুষ এত্ত টাকা কই পামু! আমি নিছিলাম মাত্র ২০ হাজার টাকা! সুদ দিছি এই পযন্ত ৪০ হাজার টাকা!

আজিঃ আসলডা এহোণো বাকি! বোঝজো???

নিয়াজঃ হুজুর আমারে মাফ করে দেন! ২ টা বাচ্চা আছে আমার তার উপর যা বেতন পাই সংসার চালানো দায়!

আজিঃ ধাক্কা দিয়ে তাকে ফেলে দিবে! এবং বুকে পারা দিয়ে ধরবে! তুই মরে চেনো?? টাহা ক্যামনে বাহির করা লাগে হেইয়া মুই জানি , ভালো কইরা জানি!

নিয়াজঃ কই পামু এত্ত টাকা!

আজিঃ হালার পো হালা কিডনী বেইচ্চা দে!

নিয়াজঃ হুজুর এইগুলা জুলুম হুজুর!

আজিঃ জুলুম মরে শেখাও!  লাঠি দিয়ে মারতে থাকবে!

 

নিয়াজ কাঁদতে থাকবে নিচে শুয়ে । হুজুর এটা অনেক জুলুম হুজুর! - -- - - - - অনেক জুলুম হয়ে গেলো!  *****  ****

 

 

দৃশ্য -   

স্থানঃ  পিকআপ  স্ট্যান্ড   (১৫ দিন পর)  

চরিত্রঃ আজি , আবুল , চাণ্ডি পান্ডী

আজি মহাজন , চান্ডি পান্ডে , বাহিরে অপেক্ষা করবে! ড্রাইভার লোকমান।  

লোকমানঃ  সালাম মহাজন । কেমন আছেন?

আজিঃ হই আছি ভালো। তুই আছো কেমন! তা গাড়ীর ৩ লাখ টাকা কালগো দেয়া লাগবে! হেয়া জানো?

লোকমানঃ হুজুর আমারে কিছু সময় দেন হুজুর! আমার ২ টা বাচ্চা , অসুস্থ মা আছে! আমি ছাড়া কেউ নাই তাদের দেখবে!

আজিঃ না না তা হইবে না! তর কালগোর মধ্যে মর টাহা দিতে হইবে! নাইলে তোর গাড়ির কাগজ পত্র ত মর কাছেই আছে! সব বেইচা দেমু! :D

লোকমানঃ হুজুর একটু সময় দেন! এই গাড়িটা আমার সম্বল! :’(

 তারা সবাই স্থান ত্যাগ করবে!  লোকমান বসে কাঁদবে!

 

দৃশ্য -    

স্থানঃ   বাড়ী

চরিত্রঃ আজি , লোকমান  , চাণ্ডি পান্ডী

আজি মহাজন  বসে মদ খাবে! চাণ্ডি পান্ডী আসবে

চাণ্ডি পান্ডীঃ হুজুর লোকমান ড্রাইভার সুসাইড করছে!

আজিঃ কস কি! ক্যামনে তেরা!

চাণ্ডি পান্ডীঃ লেকের পানিতে পইড়া মইরা গেছে!

আজিঃ ৭ লক্ষ টাহার গাড়ি এহন মর! হাহাহাহাহ! মদের  বোতল নিয়ে নাচতে থাকবে! 

 

দৃশ্য -     

স্থানঃ   রাস্তা

চরিত্রঃ আজি , চাণ্ডি পান্ডী, মসজিদ এর ইমাম সাহেব।

 

আজিঃ সালাম দিবে।

ইমাম সাহেবঃ জবাব নিবে। আর বলবে ,  আজি সাহেব আপনি সুদের কারবার করেন , শুনলাম উচ্চহারে সুদ নেন!

আজিঃ হ্যাঁ  হুজুর এটা আমার ব্যবসায়! 

ইমামঃ আল্লাহ তায়ালা বলেন

হে ঈমানদারগণ ! আল্লাহকে ভয় করো এবং লোকদের কাছে তোমাদের যে সুদ বাকি রয়ে গেছে তা ছেড়ে দাও , যদি যথার্থই তোমরা ঈমান এনে থাকো(আল বাকারাহ,আয়াতঃ২৭)

মহান আল্লাহ্  আরও বলেন হে ঈমানদারগণ ! চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া বন্ধ করো এবং আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা সফলকাম হবে (আলে ইমরান,আয়াতঃ ১৩০)

আজি: হুজুর আমারে ধর্মের কথা শুনায়েন না! নামাজ রোজা করার হলে আমি করবো! আপনার  থেকে জ্ঞান  নিতে হবে না!  

হুজুরঃ হে আল্লাহ্‌ তাকে হেদায়াত দিও!

 

দৃশ্য -    অনেক দিন পর

স্থানঃ   বাড়ী

চরিত্রঃ আজি , চাণ্ডি পান্ডী , বিলু ।

 

আজিঃ তোর সুদের টাহা দেয়ার কথা আছিলে! আজগো ৭ দিন পার!  ১০০০০ টাহা! দে! চক্রবৃদ্ধি হারে সুদ! :D 

বিলুঃ হুজুর আমার মায়ের খুব  অসুখ! আমার মাকে বাঁচাইতে আরও একটা অপারেশন লাগবে । আরও দরকার অনেক টাকা

আজিঃ  বুকে লাথি দিয়ে বলবে রাখ তোর অপারেশন। (পড়ে যাবে বিলু মাটিতে) 

শ্যালা টাকা বাহির কর! এখনি টাকা দে!

বিলুঃ  হুজুর আর মারবেন না , আমি বাড়ি বেইচা আপনার টাকা দিমু। ভালো ক্রেতা পেলেই!

আজিঃ হ্যালার পুত! এখন দে! বাড়ি তো!মর! বাড়ি বেচুম আমি!  তুই আগে আমার টাহা দে!

বিলুঃ হুজুর আমার মায়ের অপারেশন টাকাটা এখনি নিয়ে যেতে হবে প্লিজ ছেড়ে দেন । মায়ের আজকে শেষ অপারেশন!

লাঠি দিয়ে মারতে থাকবে! আজি ,

ফোন আসবে! বিলুর! ভাঙা ফোন টা ধরেই খুব কষ্টে বলবে ।

বিলুঃ হ্যাঁলো ...

অপাশঃ বিলু রে বিলু তোর মা আর নাই রে!

বিলুঃ কি মা নাই? কেঁদে কেঁদে আবার বলবে মা নাই? আমার মা নাই??? :’(

আমার মা নাই? ? মা মা গো **** বলেই কাঁদতে থাকবে!

আজিঃ এই সিন দেখে চেয়ার  বসে পড়বে।

বিলুঃ হুজুর আমার মায়ের  দাফন কাফন টা করে আসি। শুক্রবার এসেই আপনার সব টাকা দিয়ে যাবো। ( চাণ্ডি পান্ডে  তাকে ধরে ঊঠাবে)

 

দৃশ্য -     

স্থানঃ   বাড়ী

চরিত্রঃ আজি , চাণ্ডি পান্ডী

 

চাণ্ডি পান্ডীঃ হুজুর আমি আর আপনার সাথে নাই! আপনার সাথে থাকলে আমি কাফের হয়ে  যামু! কোন মানুষ আপনার সাথে থাকতে পারবো না! ভাবিও চইলা গেছে আপনার ছেলে মেয়েও ছেড়ে চলে গেছে! আমিও থাক্মু না!

আজিঃ আচ্ছা যা ভাগ! বাহির হো! লাথি দিয়ে বের করে দিবে! কোন শ্যালারাও থাকার দরকার নাই!

 

 

দৃশ্য -     

স্থানঃ   বাড়ী

চরিত্রঃ আজি

বিছানায় ঘুম থেকে উঠে আর বাম হাত, পা নারাতে পারবে না ! মনে মনে চিৎকার করে কাঁদবে! হায়! আল্লাহ্‌ মর কি হইলে!।! আমি বা পাশ নারাতে পারতেআছি নাহ কেন ?  

হায় আল্লাহ্‌ মর কি হইলে!

 

দৃশ্য -    (৭দিন পর)

স্থানঃ   বাড়ী

চরিত্রঃ আজি , বিলু!

বিলুঃ এই নেন মহাজন সাহেব আপনার সব টাকা । চেক দিয়েছিলেন! আমিও চেক দিলাম! এখানে এক লাখ ২০ হাজার টাকার চেক আছে!

মহাজন চেয়ারে বসে  থাকবে! আর কাঁদবে!  বিলু চলে যাবে!

 

দৃশ্য -  ১০    পরদিন! 

স্থানঃ   বাড়ী

চরিত্রঃ আজি

আজ বাড়িতে কেউই নেই! পানির খাওয়ার জন্য জগ ধরবে , পানি পাবে না, গ্লাস হাতে নিবে সে পানি পাবে না, বোতল থেকে এক ফোঁটা জল খাওয়ার চেষ্টা চালাবে, কিন্ত আজি আজ পারছে না! ছ্যাঁচরিয়ে হাটতে থাকবে! বা সাইট তার এখনো অবশ হয়ে রয়েছে!

সে ফ্লোরে পড়ে যাবে ছাঁদের ...।।

আজিঃ হায় আল্লাহ্‌! জীবনে অনেক পাপ করছি , আজ মরে তুমি দুনিয়াতে শাস্তি দেতে আছো! হায় আল্লাহ্‌ মর সুদের টাহা অর্থ সম্পদ আজ মর কোন কাজেই আসতে আছে নাহ! কি রোদ, কি গরম! কি আছো , কেউ আছো! ওরে পানি দাও!  ওরে পানি দাও আআআআআআ! মরে একটু পানি দাও!

সে ছ্যাঁচরিয়ে গড়িয়ে গড়িয়ে যাবে পানি খেতে! কারন

পানির কল সামনে কয়েক ফোঁটা পানি পড়বে! সামনে যেতেই পানি কল থেকে আর পানি পড়বে নাহ! কাঁদতে থাকবে , আল্লাহ্‌ কাছে মাফ চাইতে থাকবে ! কিন্তু কোন লাভ হবে না!

তার পাপ তাকে ছাড়বে না! মুখের সামনে তার অতীত এর সকল অপকর্ম! ভাসবে!

তার চোখের পানিতে মিলিয়ে যাবে সব!

আজিঃ হায় আল্লাহ্‌ মরে একটা সুযোগ দাও! আমি ভালো হয়ে যাবো! সৎ কাজ করবো! আল্লাহ্‌ আমাকে একটু সুযোগ দাও! আল্লাহ্‌! মরে একটু পানিডা দাও! আমার সকল সম্পদের বিনময়ে আমারে এক গ্লাস ঠাণ্ডা পানি দাও! ও আল্লাহ্‌! আল্লাহ্‌!

 

আস্তে আস্তে মৃত্যুর মুখে ঢলে পড়বে আজি মহাজন! মারা যাবে!

 

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন